• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারা দেশে স্বাশিপের জঙ্গিবিরোধী মানববন্ধন


বিশেষ প্রতিনিধি জুলাই ১৯, ২০১৬, ০৪:২১ পিএম
সারা দেশে স্বাশিপের জঙ্গিবিরোধী মানববন্ধন

‘সন্ত্রাস জঙ্গিবাদ-রুখে দাড়াও বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন সমাবেশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

মঙ্গলবার (১৯ জুলাই) সারা দেশে জেলা সদরে একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে  মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিবাবক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা মহানগর (উত্তর) শাখার উদ্যোগে মালিবাগ থেকে খিলক্ষেত ফ্লাইওভার পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার মানববন্ধন পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালীন মধ্য বাড্ডায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সামসুল আলম।

এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঢাকা জেলা শাখা কেরানীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সভাপতিত্ব করেন সাইদুর রহমান পান্না।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!