• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সৌদি যেতে নির্ধারিত অর্থের বেশি নিলে ব্যবস্থা’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৬, ০৩:৫৩ পিএম
‘সৌদি যেতে নির্ধারিত অর্থের বেশি নিলে ব্যবস্থা’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সৌদি আরবে যেতে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় সরকার নির্ধারণ করবে। এর বেশি অর্থ কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরবে দক্ষ অদক্ষ শ্রমিকের বাজার উন্মুক্ত হয়েছে। ওখানে শ্রমিক পাঠাতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে তা নির্ধারণ করে দেবে সরকার।

তিনি জানান, সরকার নির্ধারিত অর্থের বেশি কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল ইসলাম বিএসসি বলেন, লেবানন ও জর্ডান ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে মালয়েশিয়ার ব্যাপারে সরকার এখনো কিছু জানে না বলে জানান তিনি।

সম্প্রতি লেবানন ও জর্ডান সফর করে দেশ ফিরেছেন মন্ত্রী। তার এ সফর নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!