• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘স্ট্রেচারে’ ভর করেই এগুচ্ছে বিএনপি!


সোনালী বিশেষ আগস্ট ২৬, ২০১৭, ০১:১৭ পিএম
‘স্ট্রেচারে’ ভর করেই এগুচ্ছে বিএনপি!

ঢাকা : বয়স্ক নেতাদের দল বিএনপি। দলটির অধিকাংশ নেতাই আন্দোলনে সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিতে অক্ষম। তবু ‘তারুণ্যনির্ভর’ দলটি বরাবরই বয়স্কদের নেতৃত্বে ভর করেই এগুচ্ছে। তাতে অবশ্য, তরুণ নেতাকর্মীরা ক্ষুব্ধ। তাদের মতে, বিএনপিকে মাঠে রাখতে চাইলে তরুণদের ওপর ভরসা রাখতে হবে হাইকমান্ডকে।

কিন্তু দলের হাইকমান্ড সবসময় অভিজ্ঞদের ওপরেই ভরসা রাখেন। তবে তরুণ নেতৃত্বকেও হাতছাড়া করতে চান না। বিএনপির বর্তমান কমিটি গঠনের আগে তরুণদের ওপরই দলের ভার তুলে দেবেন চেয়ারপারসন, এমন কথাই চাউর হয়েছিল। তবে শেষ পর্যন্ত নবীন-প্রবীণের সমন্বয়েই দল গঠন করলে দলীয় প্রধান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। এ কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন। বর্তমানে গুরুত্বপূর্ণ এই কমিটির অর্ধেক সদস্যও আগের মতো আর রাজনৈতিক কর্মকা-ে তৎপর নন। বেশির ভাগ সদস্যই নিষ্ক্রিয়।

আবার নিষ্ক্রিয় সদস্যদের কেউ ভুগছেন জটিল রোগে। কেউ বা আছেন স্বেচ্ছা নির্বাসনে। আবার সবচেয়ে প্রভাবশালী দুজন সদস্য রয়েছেন দেশের বাইরে। সবমিলে নীতিনির্ধারণী এই কমিটির বর্তমান অবস্থা হ য ব র ল। দলটির স্থায়ী কমিটির সদস্যদের স্বজন এবং তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য।

তবে স্থায়ী কমিটির এই ‘হ য ব র ল’ দশা হলেও দল চালাতে সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, স্থায়ী কমিটির সবাই যে যার দায়িত্ব পালন করছেন।

গত বছর ১৯ মার্চ সর্বশেষ বিএনপির জাতীয় কাউন্সিল হয়। ষষ্ঠ এ কাউন্সিলে ৫৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয় সেদিন। এর মধ্যে আসম হান্নান শাহ ওই বছর ২৭ সেপ্টেম্বর মারা যান। ফলে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৬ তে। বর্তমানে স্থায়ী কমিটির তিনটি পদ শূন্য আছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই ১৬ জনের মধ্যে সাত নেতাই দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম কিডনীসহ নানা জটিল রোগে ভুগছেন। তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত জানান, তার বাবাকে সপ্তাহে তিনবার ডায়লোইসিস করতে হয়। দলীয় কোনও কর্মকা-ে অংশ নেয়া এখন তার পক্ষে সম্ভব হয় না।

দীর্ঘদিন ডায়াবেটিস, হদরোগসহ ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন এম কে আনোয়ার। তাবে সর্বশেষ গত জুন মাসে তাকে রাজধানীর হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেখা যায়। এম কে আনোয়ারের পিএস আবুল বশির বলেন, স্যার এবং তার স্ত্রী দুজনই শয্যাশায়ী। এম কে আনোয়ারের নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বলেন, স্যার এখন আর কারোর সাথে দেখা করেন না। রাজনৈতিক বিষয়েও জড়িত নন।

সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান ভুগছেন মস্তিষ্কের রক্তনালীর সমস্যায়। গত বছর ২৫ জুন ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দশমাইল মোড়ে এক দুর্ঘটনায় তিনি ও তার স্ত্রী মাথায় আঘাত পান। মাহবুবুর রহমান বলেন, এক বছর আগে দুর্ঘটনার যে ব্যথা পেয়েছিলাম তা এখনও ভুগায়। একান্ত প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হয় না।

৮৬ বছর বয়স্ক ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এখনও নিয়মিত আদালতে ওকালতি করছেন। কিন্তু রাজনৈতিক কর্মকা-ে যোগ দেন না। তিনি বলেন, শুধুমাত্র ম্যাডাম ডাকলে বাধ্য হয়ে যাই। এলাকার লোকজনের সাথেও দেখা করা হয় না।

স্বেচ্ছায় গুটিয়ে নিয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। কোনও রাজনৈতিক কর্মকা-ে তিনি এখন আর জড়িত নন। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য তার ইস্কাটনের বাসায় গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, গলব্লাডারে জটিল অস্ত্রোপচারের পর থেকে রফিকুল ইসলাম মিয়া জনসম্মুখে আসছেন না।

স্থায়ী কমিটির কনিষ্ঠ সদস্য সালাউদ্দিন আহমেদ প্রায় দু’বছর ভারতের মেঘালয়ের শিলং-এ। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনার ৬২ দিন পর তাকে শিলং-এ পাওয়া যায়। ওয়াটস-আপ কথপোকথনে তিনি জানান, কবে দেশে ফিরতে পারবেন তা নিশ্চিত নন। আর সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানান, তার স্বামীর দুটি বড় অপারেশন হয়েছে ভারতে।

স্থায়ী কমিটির সদস্য তারেক রহমান কবে দেশে ফিরতে পারবেন ঠিক নেই। এছাড়া খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মূল দায়িত্ব নিয়ে ব্যস্ত।

এদিকে, দলের স্থায়ী কমিটির এই ‘‘হ য ব র ল’ দশা’ হলেও দল চালাতে সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, স্থায়ী কমিটির সদস্যরা নিষ্ক্রিয় নন। যে যার দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, বিএনপির আগের স্থায়ী কমিটিও দলের নেতাদের কাছে ‘স্ট্রেচার’ কমিটি হিসাবে পরিচিতি পেয়েছিল। সেই অপবাদ থেকে এখনও বের হতে পারেনি, দাবি দলটির সক্রিয় নেতাকর্মীদের।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!