• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হত্যাকাণ্ড ফেসবুকে লাইভ সম্প্রচার


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৭, ২০১৭, ০৩:৪৭ পিএম
হত্যাকাণ্ড ফেসবুকে লাইভ সম্প্রচার

হত্যাকারী স্টিভ স্টিফেন্স

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে গুলি করে হত্যার ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে। এ খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তি স্টিভ স্টিফেন্সকে খুঁজছে পুলিশ।

ক্লিভল্যান্ড পুলিশ পুলিশের বরাত দিয়ে বিসিসির খবরে বলা হয়, রোববার সন্ধ্যায় ভিডিওটি ফেইসবুকে সম্প্রচার করা হয়।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া আরও দু’টি ভিডিও সম্প্রচার করেছেন স্টিফেন্স। ওই ভিডিওর ক্যাপসনে স্টিফেন্স লেখেন, ‘যত বেশি মানুষকে সম্ভব খুন করবো।’

এই ভিডিওগুলো প্রকাশের পর তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ।

সাংবাদিকদের এক বিবৃতিতে ফেইসবুক-এর পক্ষ থেকে বলা হয়, ‘এটি একটি ভয়ংকর অপরাধ এবং আমরা ফেইসবুকে এমন কন্টেন্টের অনুমোদন দেই না। আমরা ফেইসবুকে নিরাপদ পরিবেশ বজায় রাখতে কঠোর পরিশ্রম করি। আর যখন সরাসরি শারীরিক নিরাপত্তার হুমকি আসে আমরা জরুরী ভিত্তিতে আইন প্রয়োগকারীর সংস্থার সাহায্য নেই।’

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!