• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৬ জেলের কারাদণ্ড, দুইজনের জরিমানা


ভোলা প্রতিনিধি অক্টোবর ১৬, ২০১৮, ০৫:২০ পিএম
১৬ জেলের কারাদণ্ড, দুইজনের জরিমানা

ছবি: সোনালীনিউজ

ভোলা : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করায় ১৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর থেকে ৬ জন ও চরফ্যাশন উপজেলার থেকে ১৩ জনকে ১০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার কান্টে জালসহ আটক করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানায়, সকালে মা ইলিশ শিকার সময় ইলিশা মেঘনা নদীতে থেকে ৬ জনকে আটক করা হয়। এ ছাড়াও চরফ্যাশনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৩ জনকে আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআই

Wordbridge School
Link copied!