• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ ১০ জেলের দণ্ড


টাঙ্গাইল প্রতিনিধি অক্টোবর ২৩, ২০১৮, ০৬:২০ পিএম
৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ ১০ জেলের দণ্ড

টাঙ্গাইল : টাঙ্গাইলে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ অক্টোবর) গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ দণ্ডাদেশ দেন।

এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ মাছ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এম এম মোহাইমেনুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ মাছ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে তাদের প্রত্যেকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!