• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘৭ মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ প্রকাশনার মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০১৭, ০৩:২৮ পিএম
‘৭ মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ প্রকাশনার মোড়ক উন্মোচন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর দেশের খ্যাতিমান লেখকদের বিশ্লেষণধর্মী লেখা নিয়ে ‘৭ মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ শিরোনামে প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বইটির ই-বুক সংস্করণ ও মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করেন তিনি।
সভার শুরুতে প্রধানমন্ত্রীকে আয়কর পরিচয়পত্র তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। নিয়মিত করদাতা হিসেবেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

সভায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফিং করার কথা রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!