• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার দ্বিতীয় দাপে পুলিশের আগাম সচেতনতা


ময়মনসিংহ প্রতিনিধি নভেম্বর ১০, ২০২০, ০৫:২৫ পিএম
করোনার দ্বিতীয় দাপে পুলিশের আগাম সচেতনতা

ময়মনসিংহ: “নো মাস্ক নো সার্ভিস” এই স্লোগানকে সামনে রেখে করোনার দ্বিতীয় দাপে ময়মনসিংহে আগাম জনসচেতনাতামূলক কর্মসুচী শুরু করেছে জেলা পুলিশ। 

এই কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় এ কর্মসূচী করেন।

এসময় গণমাধ্যমকর্মী, সাধারণ পথচারী, ও দুস্থ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং বিভিন্ন ভোগপন্য দোকান, হোটেল রেষ্টুরেন্টে “নো মাস্ক নো সার্ভিস” লেখা ফ্যাস্টুন ঝুলিয়ে দেওয়া হয়। 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান নেতৃত্বে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা মাস্ক বিতরণ ও জনসাধারনের উদ্যেশ্য সচেতনামুলক মাইকিং করেন। 

এসময় পুলিশ সুপার বলেন, “নো মাস্ক নো সার্ভিস” এই শীতে করোনার দ্বিতীয় দাপ শুরু হবে। মাস্ক ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। যদি কেউ মাস্ক ছাড়া বের হন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ১ লাখ টাকা অর্থ দন্ড অথবা ৬ মাসের জেল জরিমানা করা হবে। তাই সবাই সচেতন হোন এবং মাস্ক পড়ে ঘরের বাহিরে বের হবেন। বাহির থেকে বাসায় গিয়ে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভাল ভাবে দু'হাত পরিস্কার করবেন। তবে পুলিশের জনসচেতনামূলক এই কর্মসুচী অব্যাহত থাকবে এবং যতদিন প্রয়োজন চলবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সোনালীনিউজ/এমআর/এসআই

Wordbridge School
Link copied!