• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজাপুরে বিষপানে এক গৃহবধূর মৃত্যু


ঝালকাঠি প্রতিনিধি  মে ১৫, ২০২১, ১০:৪৬ এএম
রাজাপুরে বিষপানে এক গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাওয়া বেগম (৪৫) নামে এক গৃহবধুর বিষপানে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসা অবস্থায় হাওয়া বেগমকে বরিশাল নেয়ার পথে মৃত্যু হয়। হাওয়া বেগম উপজেলা মনোহরপুর গ্রামের মো. আবুল হোসেন হাওলাদারের স্ত্রী।

জানাগেছে, হাওয়া বেগম ঘটনার দিন সকালে স্বামীর বাড়ি থেকে একই ইউনিয়নের বারবাকপুর এলাকায় তার বাবার বাড়িতে যায়। বাবার বাড়ি থেকে সকালেই ফিরে এসে হাওয়া বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক হাওয়া বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। পরিবারের লোকজন হাওয়া বেগমকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথ্যিমধ্যে তার মৃত্যু হয়।

হাওয়া বেগমের একমাত্র মেয়ে জামাতা হাফেজ মো. রহমতুল্লাহ জানায়, ঘটনার দিন সকালে তার ছোট সেলক না বলে শ্বশুরের পকেট থেকে টাকা নেয়। এ কারনে শ্বশুর আবুল হোসেন শ্বাশরিকে ধমকায়। এতে শ্বাশুড়ি রাগ করে তার বাপের বাড়ি গিয়ে বিষপান করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/এনএ/এসআই

Wordbridge School
Link copied!