• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত রাজশাহীর মেয়র লিটন


রাজশাহী প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০২২, ০৪:৫১ পিএম
করোনায় আক্রান্ত রাজশাহীর মেয়র লিটন

ফাইল ছবি

রাজশাহী : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মেয়র লিটনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। গত ৯ জানুয়ারি তিনি রাজশাহী থেকে ঢাকায় যান।

সূত্র বলছে, প্রধামন্ত্রীর সঙ্গে গণভবনের দেখা করার জন্য রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা দিয়েছিলেন। আজকে তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার করোনা সংক্রান্ত কোনো শারীরিক লক্ষণ নেই। তিনি ভালো আছেন।

আপাতত মেয়র লিটন ঢাকাতেই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন বলে জানায় ওই সূত্র।

সোনালীনিউজ/এমএএইচ 

Wordbridge School
Link copied!