• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাতীয় পতাকার ওপর হিন্দুধর্মের গেরুয়া পতাকা উত্তোলন, দুই যুবক গ্রেফতার


জেলা প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ০৯:০৫ এএম
জাতীয় পতাকার ওপর হিন্দুধর্মের গেরুয়া পতাকা উত্তোলন, দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর হিন্দুধর্মের 'আমি সনাতনী' লেখা গেরুয়া রঙের পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

জানা যায়, গত শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি মাঠে বিশাল সমাবেশে করে। ওই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছিল।

এরপর সমাবেশ শেষে লোকজন মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার ওপর হিন্দুধর্মের 'আমি সনাতনী' লেখা গেরুয়া রঙের পতাকা ওড়ানো হয়। পরে মিছিলটি সিটি কলেজের রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পুলিশ সূত্র জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা।

গত ২৫ অক্টোবর কয়েকজন যুবক নিউ মার্কেট মোড়ের স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের একটি পতাকা টাঙিয়ে দেন।  গেরুয়া পতাকার বিষয়টি স্যোশাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়। চলে নানা আলোচনা-সমালোচনা। এতে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করা হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এম

Wordbridge School
Link copied!