• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কুমিল্লা সিটি করপোরেশনের দুদকের অভিযান 


কুমিল্লা প্রতিনিধি মার্চ ১৯, ২০২৫, ০৩:১৯ পিএম
কুমিল্লা সিটি করপোরেশনের দুদকের অভিযান 

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন এ দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি "এনফোর্সমেন্ট" অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো: মাসুম আলী। 

দুদক সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এন এস গ্যালারীর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম দুই অর্থবছরে প্রায় ৩১ টি টেন্ডারে প্রায় ২ শত ৩১ কোটি টাকার টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুনীতির অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক। 

এ বিষয় জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো. ছামছুল আলম বলেন, এন এস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিলো। আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি দুদককে। 
 
অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো: মাসুম আলী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদক হেড অফিসের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে 'এনফোর্সমেন্ট' অভিযান পরিচালনা করছি। 

তিনি আরও বলেন, অভিযানে রেকর্ড পত্রে দেখা গেছে এন এস গ্যালারি বেশ কিছু টেন্ডার পেয়েছেন। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ।

এআর

Wordbridge School
Link copied!