• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ 


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মে ১৫, ২০২৫, ০৩:৫৪ পিএম
রূপগঞ্জে পাভেল হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ 

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে সাবেক কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় গাজীপুর-চট্টগ্রাম বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাভেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার না করায় তারা গভীর হতাশা প্রকাশ করেন। 

বক্তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততা আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করছে।’

প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নেতারা বলেন, এ সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে সারাদেশে ছাত্রদল দুর্বার আন্দোলনে নামবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব তন্ময় হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, সাবেক কাঞ্চন পৌর কমিশনার মফিকুল খানসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

তারা নিহত পাভেল মিয়ার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

এআর

Wordbridge School
Link copied!