• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পূর্বধলায় রুবেল মিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন 


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি মে ২০, ২০২৫, ০৫:৪৩ পিএম
পূর্বধলায় রুবেল মিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন 

নেত্রকোনা: পূর্বধলায় স্থানীয় ক্রীড়া সংঘটন রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়াকে নির্মমভাবে হত্যায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০মে) দুপুর ১২টা ৩০ মিনিটে রেনেসাঁ ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে পূর্বধলা রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাবের সভাপতি এস. এম. শহীদ, সাধারণ সম্পাদক মাজহারুল আলম, সাবেক ছাত্রদল যুবদল ও কৃষক দলের সভাপতি আ. মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, ক্লাবের যুগ্ম সম্পাদক নাসিম খান, এসি ক্লাবের সেক্রেটারি আমিনুল হক, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ এবং নিহত রুবেলের পিতা মো. আবুল কাশেম।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘদিন পরেও এখনো মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে। তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে পূর্বধলা থানা ও উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে তারা পূর্বধলা থানার ওসির অপসারণ দাবি করেন।

প্রসঙ্গত, রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া পেশায় মোটরসাইকেলচালক ছিলেন। গত ৭ মে বিকেলে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

পরদিন ৮ মে বিকেলে পূর্বধলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামের একটি ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই পা বস্তা দিয়ে বাঁধা ছিল এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও খুঁজে পাওয়া যায়নি।

এআর
 

Wordbridge School
Link copied!