• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারের দেওয়া নির্ধারিত সময়েই নির্বাচন হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা 


ময়মনসিংহ প্রতিনিধি জুন ২১, ২০২৫, ০৪:১২ পিএম
সরকারের দেওয়া নির্ধারিত সময়েই নির্বাচন হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা 

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২৪-২৫ পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা ২০২৫-২৬ প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। 

উপদেষ্টা ফরিদা আখতার বলেন,  একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে চেষ্টা করছে সরকার। যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ মত সরকার গঠন করতে পারে। এজন্য নির্বাচন কমিশন, সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস
 

Wordbridge School
Link copied!