• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আড়াই কেজি ওজনের ইলিশ নিলামে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি


লক্ষ্মীপুর প্রতিনিধি:  অক্টোবর ২৬, ২০২৫, ০৬:১০ পিএম
আড়াই কেজি ওজনের ইলিশ নিলামে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি

ছবি: প্রতিনিধি

বঙ্গোপোসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। ইলিশটি লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে ডাকে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

রোববার (২৬ অক্টোবর) সকালে ইলিশটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আমির হোসেন।

জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে শনিবার (২৫ অক্টোবর) রাতে মাছ শিকারে যান। জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে নিলামে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। আড়ৎদার জানান, মেঘনা নদীতে মাছের কম পাওয়াতে এ ধরনের বড় ইলিশ বেশি দামে বিক্রি হয়েছে।

ব্যবসায়ী আমির হোসেন বলেন, “আড়াই কেজি ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। আশা করছি সেখানে পাঠিয়ে অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।”

আড়ৎদার মো. বাবুল জানান, জেলে সাদ্দাম অনেকগুলো মাছসহ বড় ইলিশটি আড়তে নিয়ে আসেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই একটি বড় ইলিশ আড়তে এসেছে। সচরাচর এত বড় ইলিশ ধরা পড়ে না।

এসএইচ

Wordbridge School
Link copied!