• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পানি ও বাতাসের আঘাতে নীলফামারীর বিপর্যস্ত আমন ক্ষেত 


নীলফামারী প্রতিনিধি নভেম্বর ২, ২০২৫, ০৪:২০ পিএম
পানি ও বাতাসের আঘাতে নীলফামারীর বিপর্যস্ত আমন ক্ষেত 

ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে নীলফামারী জেলার অনেক এলাকায় আমন ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। অপরিপক্ক ধান গাছ নুয়ে পড়ায় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দিনভর জেলার বিভিন্ন এলাকায় দমকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। এতে অনেক ক্ষেতের ধান গাছ পুরোপুরি বা আংশিকভাবে মাটিতে নুয়ে পড়ে। পরিপক্ক ধান ক্ষেতের ক্ষতি কম হলেও অপরিপক্ক ধান নিয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। অনেক জায়গায় নুয়ে পড়া ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জমিতে কেটে রাখা ধানও পানিতে ডুবে গিয়ে কয়েক দিনের মধ্যে পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় প্রায় ৩০০ হেক্টর জমির ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। তবে সরেজমিনে দেখা গেছে, তাদের হিসাবের চেয়ে অনেক বেশি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নীলফামারী সদর উপজেলার টুপামারি ইউনিয়নের কৃষক রজব আলী, আব্দুল হান্নান, শাহপাড়ার জুলফিকার আলী ভূট্ট ও খোকশাবাড়ী ইউনিয়নের দোলপাড়া গ্রামের সাজু বলেন, “আমরা আবহাওয়ার অনুকূলে ভালো ফলনের আশা করছিলাম। হঠাৎ দমকা বাতাস ও বৃষ্টিতে আমনের ক্ষেত নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়েছে। মনে হচ্ছে কেউ ধান ক্ষেতে মই দিয়েছে। নুয়ে পড়া ধান ছাগল, হাঁস ও মুরগি নষ্ট করছে।”

কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, এ বছর নীলফামারী জেলায় ১ লাখ ১৩ হাজার ২২০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুর রহমান জানান, “সব এলাকায় আমন ধানের গাছ নুয়ে পড়েছে। সেই সব এলাকার কৃষকদের ধান গাছ তুলে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

এসএইচ 
 

Wordbridge School
Link copied!