• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, সহজ হলো ৬ হাজার মানুষের যাতায়াত


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ২, ২০২৫, ০৫:১৬ পিএম
বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, সহজ হলো ৬ হাজার মানুষের যাতায়াত

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব নিজস্ব অর্থায়নে একটি নতুন কাঠের সেতু নির্মাণ এবং একটি জরাজীর্ণ সেতু সংস্কার করেছেন। এতে ওই ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের অন্তত ৬ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

রোববার (২ নভেম্বর) সকালে উভয় সেতু যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।

নতুন কাঠের সেতুগুলো উপজেলার চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামের এবং আলামিন গ্রামের। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬০-৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। সেতু দিয়ে সহজেই সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং মালামাল বহন করা সম্ভব। সেতুর নির্মাণে ইট-সিমেন্টের রড পিলার ও মোটা কাঠের তক্তা ব্যবহার করা হয়েছে।

চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে মৌলভী গ্রামের বাসিন্দারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছিল। জনগণ বারবার জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানভীর উদ্দিন রাজীবের উদ্যোগে দুটি সেতু নির্মাণ ও সংস্কার করা হয়। ফলে প্রায় ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হলো।”

চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, “আওয়ামী লীগ আমলে মৌলভী ও আলামিন গ্রাম অনেক অবহেলিত ছিল। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করত। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নিরাপদ সেতু। বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীবের উদ্যোগে এখন সেই প্রত্যাশা পূরণ হলো।”

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “স্থানীয়রা তাদের দুরবস্থা জানালে আমি কাঠের সেতু নির্মাণ ও সংস্কার করি। মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।”

এসএইচ 
 

Wordbridge School
Link copied!