ছবি: প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনের মধ্যে ২টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।
মনোনয়ন প্রাপ্ত হলো নীলফামারী-২(সদর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন। তবে নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এসএইচ







































