ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনার আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালে বিপুল পরিমাণ জব্দকৃত জাটকা মাছ বিতরণকালে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আমতলী মৎস বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপর পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্টে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস থেকে অবৈধ জাটকা জব্দ করে।
বাসগুলো হতে ২৫টি কার্টুন ভর্তি ১১ শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে যৌথ বাহিনী জব্দ হওয়া মাছগুলো আমতলী মৎস বিভাগের ফিল্ড ফ্যাসিলেটর ইশরাত হোসেন হিমেলের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় বিতরণ করতে বলা হয়।
মাছগুলো আমতলী থানার ভিতরে মাঠ বিতরণের শেষ পর্যায়ে এসে কিছু মাছ ধাক্কাধাক্কি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে হাস্যরসের ও ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনায় আমতলী মৎস বিভাগের ফিল্ড ফ্যাসিলেটর ইশরাত হোসেন হিমেল মাছ ছিনিয়ে নেয়ার ঘটনায় আমতলী থানায় একটি অভিযোগ করেছে। অভিযোগে তিনি উল্লেখ করেন যৌথ বাহিনীর মাধ্যমে জব্দ হওয়া অবৈধ জাটকা মাছ আমতলীর অসহায় দুঃস্থ, গরীব, বিভিন্ন এতিমখানায় বিতরণের জন্য লোক ডাকা হয়েছিল। তাদের মধ্যে বিতরণকালের শেষ পর্যায়ে কিছু মাছ বিশৃঙ্খলা করে নিয়ে যায় লোকজন।
এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গতকাল থানার ভিতর থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ডাইরি হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় মৎস বিভাগের একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা সিসি টিভি দেখে অনেককেই শনাক্ত করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় মামলা নেয়ার প্রস্তুতি চলছে।
পিএস







































