• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেলে যাওয়া সেই নবজাতকের পাশে তারেক রহমান


দিনাজপুর প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ১১:৫০ এএম
ফেলে যাওয়া সেই নবজাতকের পাশে তারেক রহমান

ছবি : প্রতিনিধি

ঢাকা: মায়ের ফেলে যাওয়া সেই নবজাত কন্যা শিশুর দায়িত্ব পাশে দাঁড়ালের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে শিশুটির জন্য উপহারসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় থাকা ওই নবজাতকের কাছে এসব উপহারসামগ্রী পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

দলীয় সূত্রে জানা গেছে, নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে সেলটি।

উপহার হস্তান্তরের সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শেখ সাদেক আলী বলেন, “আজ শিশুটির শারীরিক অবস্থা কিছুটা খারাপ। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।”

হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, “আমরা শিশুটিকে সুস্থ রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ জানিয়েছেন। তবে আইন অনুযায়ী শিশুটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর জেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের মাধ্যমে দত্তক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

উপহারসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল দিনাজপুর শাখার সদস্য ডা. মাসতুরা বেগম, ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ডা. নুর জামান সরকার, ডা. তামান্না নুসরাত, অ্যাডভোকেট লিয়াকত আলী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মো. হাফিজুল ইসলামসহ স্থানীয় ড্যাব নেতারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে এক অজ্ঞাত নারী ওই নবজাতককে রেখে পালিয়ে যান। পরে কর্তব্যরত নার্সরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন। শিশুটিকে ঘিরে দিনাজপুরজুড়ে ইতিমধ্যেই ব্যাপক সহানুভূতির সাড়া পড়েছে।

পিএস

Wordbridge School
Link copied!