• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৩:৫০ পিএম
গৃহবধূকে বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

ছবি : প্রতিনিধি

পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় মধ্যরাতে এক গৃহবধূকে বেঁধে এবং কুপিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছে একদল ডাকাত। রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতরা শিউলি খাতুনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শিউলির স্বামীর নাম মৃত মাহমুদুল হাসান মাসুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি খাতুনের  আধাপাকা বিল্ডিংয়ের সামনের রুমের জানালার গ্রিল কেটে ৫-৬ জন অজ্ঞাত ডাকাত  প্রবেশ করে। এর মধ্যে দুইজন ঘরে ঢুকে শিউলি খাতুনের হাত-মুখ বেঁধে কপাল ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে আহত করে।

ঘটনার পর ডাকাতরা শিউলির হাত-মুখের বাঁধন খুলে দিয়ে রাত ৪টার দিকে স্থান ত্যাগ করে। পরে শিউলির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিউলির নিকটতম আত্মীয় ডা. বশির আহমেদ বলেন, আহত শিউলি আশংকাজনক, চিকিৎসা চলছে। মামলারও প্রস্তুতি চলছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিএস

Wordbridge School
Link copied!