• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভাঙা দেওয়াল, ফাটল ধরা ভবনে মাদ্রাসার টিকে থাকার লড়াই


হিলি (দিনাজপুর) প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৬:৫২ পিএম
ভাঙা দেওয়াল, ফাটল ধরা ভবনে মাদ্রাসার টিকে থাকার লড়াই

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলি উপজেলায় দীর্ঘ ৭০ বছরের ঐতিহ্যবাহী বৈগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। ভাঙা দেওয়াল, ফাটল ধরা দেয়াল এবং সংস্কারের অভাবে শিক্ষার্থীরা প্রতিদিন বিপদের মুখে পড়ছে। এখানে প্রায় ১০০ শিশু কোরআন শিক্ষা নিচ্ছে, প্লে থেকে কওমি ও নূরানি পর্যন্ত পাঠদান করা হচ্ছে।

মাদ্রাসাটি ৩ জন শিক্ষক দ্বারা পরিচালিত হলেও নিয়মিত বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। প্রতিষ্ঠানের সকল ব্যয় চলে অনুদানের অর্থে। অর্থসংকট এবং ভবনের অবনতি শিশু শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধান শিক্ষক সামছুজ্জামান বলেন, "শিশুরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে কোরআন শিক্ষা গ্রহণ করে। তবে ভাঙা দেওয়ালে পাঠদান হওয়ায় আমরা শিক্ষকেরাও আতঙ্কে রয়েছি।"

মাদ্রাসার সভাপতি কাশেম আলী জানান, "কোনো স্থায়ী আয় বা জমাজমি নেই। মানুষের অনুদান ছাড়া মাদ্রাসাটি চলতে পারছে না। যদি সরকারের পক্ষ থেকে সহায়তা পেত, তবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আবারও শক্তভাবে দাঁড়াতে পারত।"

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন মাদ্রাসাটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "মাদ্রাসাটি অনেকদিন থেকে জরাজীর্ণ অবস্থায় আছে। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা সম্ভব।"

এলাকাবাসীর মতে, সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের অংশগ্রহণ ছাড়া এই মাদ্রাসা টিকে থাকা কঠিন। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে পাঠদান চালু থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!