• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পটুয়াখালীতে জাহাজের ডেকে ঝাঁকে ঝাঁকে লাফিয়ে এলো ইলিশ, ৩ মণ সংগ্রহ


নিউজ ডেস্ক নভেম্বর ৩০, ২০২৫, ১২:৩১ পিএম
পটুয়াখালীতে জাহাজের ডেকে ঝাঁকে ঝাঁকে লাফিয়ে এলো ইলিশ, ৩ মণ সংগ্রহ

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে বিরল এক দৃশ্য দেখা গেছে। কোয়লাবাহী লাইটারেজ জাহাজ এমভি কেএসএল গ্লাডিটর গভীর সমুদ্রে চলার সময় হঠাৎ জাহাজের ডেকে লাফিয়ে উঠতে থাকে প্রচুর ইলিশ মাছ।

জাহাজে থাকা শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ ধরতে সক্ষম হলেও বাকিগুলো সমুদ্রে ফিরে যায়। স্থানীয়দের মতে, সমুদ্রে মাছ দলবদ্ধভাবে চলাফেরা করে, কিন্তু এক সঙ্গে এতো ইলিশের লাফানো অত্যন্ত বিরল ঘটনা।

জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন বলেন, “আমি জাহাজের ভিতরে ছিলাম। হঠাৎ শ্রমিকদের চিৎকারে সামনে এলাম এবং দেখি জাহাজের ডেকে ইলিশ লাফিয়ে উঠছে। আমরা প্রায় তিন মণ ধরতে পেরেছি, বাকিগুলো সমুদ্রে চলে গেছে। পরিস্থিতি দেখেই আমাদের আনন্দের সীমা ছিল না।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশ আতঙ্কিত হয়ে লাফ দিতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন, সমুদ্রে মাছ শিকারের নিয়ম কঠোরভাবে পালন এবং সংরক্ষণমূলক পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

ছোট একটি ১০ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

এম

Wordbridge School
Link copied!