• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধর্ষণের পর গৃহবধূকে হত্যা, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড


নীলফামারী প্রতিনিধি   ডিসেম্বর ১, ২০২৫, ০৬:১৯ পিএম
ধর্ষণের পর গৃহবধূকে হত্যা, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

নীলফামারী: নীলফামারীতে আকলিমা খাতুন (২১) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর কাঙ্গালু পাড়ার আব্দুল করিমের ছেলে মো. আনোয়ারুল হক (৩৫) এবং একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, পার্বতীপুরের শরিফুল ইসলামের সঙ্গে আকলিমার বিয়ের পর পারিবারিক ঝগড়া বাড়তে থাকে। ২০২০ সালের ১৫ আগস্ট অভিমান করে তিনি সৈয়দপুরের কিসামত কামারপুকুরে বাবার বাড়িতে চলে আসেন। কিছুদিন পর স্বামী শরিফুলের পাঠানো তালাকনামার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

এরপর ২২ আগস্ট ভোরে আকলিমাকে ঘরে না পেয়ে তার খোঁজ শুরু করেন মা। পরে মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুটির পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশি তদন্তে জানা যায়, আকলিমাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর ওই তাকে হত্যা করা হয়েছে।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, গৃহবধূ আকলিমা হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে মোট ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পিএস

Wordbridge School
Link copied!