ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: ভ্রমণের আনন্দ উদযাপনের পথে হঠাৎ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ওমানে সালালাহ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাকিব, তাঁর মা এবং বোনজামাই মোহাম্মদ দিদারুল আলম। দিদারুল আলম ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “পরিবার নিয়ে সালালাহর পথে; নবীয়ে কেরামগণের যিয়ারাত ও সালালাহর সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে, যদিও অফ সিজন।” সেই আনন্দঘন যাত্রা অল্প সময়ের মধ্যে রূপ নিল গভীর শোকে।
প্রবাসী বন্ধু মোহাম্মদ বাবর শোক প্রকাশ করে বলেন, “সাকিব আমার বন্ধু। দুর্ঘটনার দিনই তাঁর সঙ্গে কথা হয়েছিল। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
নিহত দিদারুল আলমের সহপাঠী সেলিম উল্লাহ সজিব বলেন, “দিদার আমাদের ক্লাসমেট ছিল। খুব ভালো মনের ছেলে। এমনভাবে চলে যাবে, তা ভাবতেই পারছি না।”
ফটিকছড়ির এই পরিবারের আকস্মিক ক্ষতি স্থানীয় সমাজে শোকের ছায়া ফেলেছে। প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এক মুহূর্তে স্মৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা তাঁদের চলে যাওয়াকে ব্যক্তিগত ক্ষতির সঙ্গে মিলিয়ে গভীর শোক প্রকাশ করছেন।
পিএস







































