• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জালিয়াতির মামলায় কুমিল্লায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার


তিতাস (কুমিল্লা) প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৩২ পিএম
জালিয়াতির মামলায় কুমিল্লায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাসে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন সরকার খুশু (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাঁড়ে দশটায় উপজেলার আসমানীয়া বাজার সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাঈনুদ্দিন সরকার খুশু উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিন নারান্দিয়া গ্রামের বাসিন্দা, মরহুম সামছুল আলম সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দন কুমার শাহ নামের এক ব্যক্তি মাঈনুদ্দিন সরকার খুশুর বিরুদ্ধে ৩৮ লাখ টাকা পাওনা দাবিতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। সেই মামলায় মাঈনুদ্দিন সরকার ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত আসামী হিসেবে পলাতক ছিলেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, “মাঈনুদ্দিন সরকার খুশুর বিরুদ্ধে ১৩৮(১) ধারায় চেক জালিয়াতির মামলার ওয়ারেন্ট পরোয়ানা ছিল। এর ভিত্তিতে গতকাল গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

এসএইচ 


 

Wordbridge School
Link copied!