• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালতে সাংবাদিক রোজিনা, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২১, ১০:২১ এএম
আদালতে সাংবাদিক রোজিনা, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

সংগৃহীত

ঢাকা : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আদালতে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকাল ৭টা ৫০ মিনিটে তাকে শাহবাগ থানা থেকে বের করা হয়।

এদিকে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার সদস্য কনস্টেবল বাবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় নথিপত্র সংগ্রহ ও ছবি তোলার অভিযোগে প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনসহ তিনটি ধারায় অভিযোগ এনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার (১৭ মে) বিকেলে, পেশাগত কাজে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। সেখানে কিছু নথির ছবি তোলার অভিযোগে একটি কক্ষে তাকে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। ঘটনার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন রোজিনা।  

খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবনে যান। রোজিনাকে আটকে রাখার কারণ জানতে চান। পরে রাতে ৯টার দিকে রোজিনাকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!