• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

না.গঞ্জে মামলার শুনানি শেষে আনিসুলকে চড়-থাপ্পড়, পাঠানো হলো রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৩৯ পিএম
না.গঞ্জে মামলার শুনানি শেষে আনিসুলকে চড়-থাপ্পড়, পাঠানো হলো রিমান্ডে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনুদ্দিন কাদিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় আইনজীবী, ছাত্র-জনতা আনিসুল হককে চড়-থাপ্পড় দেন। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে আদালত এলাকা ছাড়েন।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মাদরাসাছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আইএ

Wordbridge School
Link copied!