• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদিতে অপহরণ করে দেশে মুক্তিপণ আদায়, ধরা পড়ল চক্রের সদস্য


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৫, ০৬:৫৪ পিএম
সৌদিতে অপহরণ করে দেশে মুক্তিপণ আদায়, ধরা পড়ল চক্রের সদস্য

ছবি: সংগৃহীত

মাগুরা থেকে গ্রেফতার এক অপহরণ চক্রের সদস্য মো. জিয়াউর রহমানকে শনাক্ত করেছে সিআইডি। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শালিথা হরিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ভুক্তভোগী রাসেল সৌদি আরবে প্রবাসী ও ব্যবসায়ী। গত ১২ নভেম্বর রিয়াদ শহর থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে। পরে তার বড় ভাই সাইফুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার উপায়ন্তর না পেয়ে ধাপে ধাপে মোট ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ প্রদান করে। এরপর রাসেলকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়।

তদন্তে জানা যায়, অপহরণকারীরা বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে অর্থ আদায় করে। গ্রেফতার মো. জিয়াউর রহমানের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি সৌদি প্রবাসী অপহরণকারীদের সঙ্গে যোগসাজসে মুক্তিপণ থেকে ৫ লাখ টাকা কমিশন গ্রহণ করেছেন।

এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি ঢাকা মেট্রো (পূর্ব) ইউনিট পরিচালনা করছে। মো. জিয়াউর রহমানকে আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!