• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে মিউচুয়াল ফান্ডে ঝুঁকছেন বিনিয়োগকারীরা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ১২:৫৭ পিএম
যে কারণে মিউচুয়াল ফান্ডে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

ফাইল ছবি

ঢাকা: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকার মধ্যে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের দখলে রয়েছে। শীর্ষ ১০টির মধ্যে ছয়টিই মিউচুয়াল ফান্ডের দখলে। ইউনিটগুলোর দাম বেড়েছে ৫ থেকে ৯ শতাংশ হারে। 

আলাপচারিতায় শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি মিউচুয়াল ফান্ডগুলোর নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনেক শেয়ার পেয়েছে। এগুলো বিক্রি করেছে মুনাফায়। ফলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে। এ কারণে বিনিয়োগকারীদের ঝোঁক মিউচুয়াল ফান্ডে।

গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে ফান্ডটির ৫ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে ফান্ডটির লেনদেন ছিল ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ১৮ দশমিক ১৬ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ২২ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৫ কোটি ৬৯ লাখ ৪ হাজার ৭৫০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ইউনিট ১৫ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৩০ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৭ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।

গত সপ্তাহে ১৪ দশমিক ১০ শতাংশ ইউনিট বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। গত সপ্তাহের চার কার্যদিবসে ফান্ডটির ২ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে ফান্ডটির লেনদেন ছিল ৫৫ লাখ ৬৩ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ।  গত সপ্তাহের চার কার্যদিবসে ফান্ডটির ১ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে ফান্ডটির লেনদেন ছিল ৪১ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ৪২ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে ফান্ডটির ২ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে ফান্ডটির লেনদেন ছিল ৬১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১২ দশমিক ৯৪ শতাংশ দর বেড়েছে।

তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১২ দশমিক ৫০ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় নবম স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১২ শতাংশ দর বেড়েছে। তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১২ শতাংশ।

বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭টি মেয়াদি (ক্লোজ এন্ড) মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে।

সোনালীনিউজ/এলএ

Wordbridge School
Link copied!