• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৪:৪৫ পিএম
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম

ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন।

সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২৫ সালের ১৪ জুন।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!