• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিআইএ’র মনোনয়নপত্র জমাদানের সময় শেষ, প্রার্থী ৩৫


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২১, ২০২৫, ০৮:১৭ পিএম
বিআইএ’র মনোনয়নপত্র জমাদানের সময় শেষ, প্রার্থী ৩৫

ঢাকা: বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০ সদস্য নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (২১ জানুয়ারি) শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান।

তথ্য মতে, সংগঠনটির লাইফ বীমার ১০ সদস্য পদে প্রার্থী হয়েছেন ১৪ বীমা কোম্পানির পরিচালক ও মুখ্য নির্বাহী। অপরদিকে নন-লাইফ বীমার ১০ সদস্য পদে প্রার্থী হয়েছেন ২১ কোম্পানির পরিচালক ও মুখ্য নির্বাহী। অর্থাৎ এবারের নির্বাচনে লাইফ ও নন-লাইফ বীমার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামীকাল (২২ জানুয়ারি) এসব প্রার্থীর ফরম যাচাই শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুসারে গত ১৪ জানুয়ারি শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। আগামী ২২ জানুয়ারি সদস্য নির্বাচনের পর ২৪ ফেব্রুয়ারি নির্বাচন করা হবে সংগঠনের প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

নিয়ম অনুযায়ী, চাঁদা পরিশোধ সাপেক্ষে প্রতিটি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি থেকে একজন করে সংগঠনের ভোটার হতে পারেন। এ বছর সংগঠনটির ৮০ জন সদস্যের মধ্যে ৭৬ জন ভোটার হয়েছেন। আর ৪টি কোম্পানির কেউ ভোটার হননি। আগামী ৮ এপ্রিল সংগঠনটির ২০২৩-২০২৪ নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে বলে জানা গেছে।

২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনে লাইফ বীমার পরিচালকদের মধ্যে প্রার্থী হয়েছেন- সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, প্রোগ্রেসিভ লাইফের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম এবং এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার।

এ খাতে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান,চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এসএম জিয়াউল হক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. গোলাম কিবরিয়া।

নন-লাইফ বীমার পরিচালকদের মধ্যে প্রার্থী হয়েছেন- অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেইন; প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান কে এম আলমগীর, ফেডারেল ইন্স্যুরেন্সের ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক মোস্তফা কামরুস সোবহান।

এ খাতে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই-আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এএনএম ফজলুল করিম মুন্সি, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!