• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাংসের দাম কমলেও বেড়েছে সবজি-মাছের দাম


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৫, ১২:০১ পিএম
মাংসের দাম কমলেও বেড়েছে সবজি-মাছের দাম

ঢাকা : পবিত্র ঈদুল ফিতরের পর রাজধানী ঢাকার কাঁচাবাজারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটির কারণে বেশিরভাগ দোকান বন্ধ এবং পণ্যের সরবরাহ কম থাকায় বাজারের অবস্থা কিছুটা শিথিল হয়েছে। এর মধ্যে, মাংসের দাম কমেছে, তবে কিছু সবজি ও মাছের দাম বেড়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং টাউন হল বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে এবং ক্রেতাদের সংখ্যা ছিল সীমিত। বিক্রেতাদের মতে, ঈদের ছুটির পরও এখনও অনেক মানুষ ঢাকায় ফিরেনি, তাই বাজারে ক্রেতাদের উপস্থিতি কম।

সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায় প্রায় সব মুদির দোকান বন্ধ, মাছ ও মাংসের দোকানও অর্ধেক বন্ধ ছিল, তবে সবজির দোকানগুলো ছিল খোলা। 

মাংসের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম ঈদের আগে ছিল প্রায় ২০ টাকা বেশি, তবে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, সোনালি মুরগির দামও কমে এখন ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ঈদের আগে তা ছিল ৩২০-৩৩০ টাকা।

গরুর মাংসের দাম ঈদের আগে বেড়ে গিয়েছিল, তবে ঈদের পর তা কমেছে। বর্তমানে, গরুর মাংসের প্রতি কেজি দাম ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে চলছে, যা ঈদের আগে ছিল ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে।

এদিকে, মাছের বাজারে কিছু পরিবর্তন ঘটেছে। চিংড়ি মাছের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চাষের চিংড়ি এখন ৬৫০ থেকে ৭৫০ টাকায় এবং নদীর চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছ, যেমন কই, শিং, শোল, ট্যাংরা এবং পুঁটির দামও বেড়েছে। তবে রুই, তেলাপিয়া এবং পাঙাশের দাম আগের মতোই রয়েছে।

সবজি বাজারেও কিছু পরিবর্তন দেখা গেছে। সরবরাহ কম হওয়ায় কাঁচা মরিচ, টমেটো এবং পেঁপেসহ কিছু সবজির দাম বেড়েছে। বর্তমানে, প্রতি কেজি টমেটো ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ২০-৩০ টাকা। পেঁপে এবং কাঁচা মরিচের দামও প্রতি কেজিতে ২০ টাকা বেড়েছে, এখন পেঁপে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৭০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাছ বিক্রেতা শ্যামল রাজবংশী জানান, ঈদের ছুটির কারণে মাছের সরবরাহ কম হয়েছে, বিশেষ করে নদীর মাছের চাহিদা বেড়েছে এবং সেজন্য দামও বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায়, বিক্রেতারা কম লাভে মাছ বিক্রি করছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!