• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দামে রেকর্ড উত্থান, টানা পাঁচ দিন বেড়েছে দাম


সোনালী ডেস্ক অক্টোবর ১৬, ২০২৫, ০৮:১৫ পিএম
স্বর্ণের দামে রেকর্ড উত্থান, টানা পাঁচ দিন বেড়েছে দাম

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ চূড়ায় উঠেছে। মার্কিন ডলারের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনার কারণে এই দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ২৩৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। এতে টানা পাঁচ দিন ধরে বেড়েছে সোনার দাম।

আগামী ডিসেম্বরের জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণের ফিউচার মূল্য এক দশমিক দুই শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স চার হাজার ২৫২ দশমিক ৩০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।

ব্যবসায়ীরা মনে করছেন, ফেড ডিসেম্বর মাসেই সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণ কেনা আরও লাভজনক হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্রে টানা দুই সপ্তাহ ধরে সরকারি অচলাবস্থা চলায় দেশটির অর্থনীতিতে প্রতি সপ্তাহে প্রায় এক হাজার ৫০০ কোটি ডলারের মতো উৎপাদন ক্ষতি হতে পারে। এই রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সুদের হার কমানোর ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম প্রতি আউন্সে পাঁচ হাজার ডলারে পৌঁছাতে পারে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট সিলভার শূন্য দশমিক চার শতাংশ কমে ৫২ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। তবে প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৯ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে এক হাজার ৫৪০ দশমিক ২৫ ডলারে।

সূত্র: রয়টার্স


 

Wordbridge School
Link copied!