• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে স্বর্ণের দর ৩ সপ্তাহের সর্বনিম্নে, দাম কমলো বাংলাদেশেও


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৫, ০৭:৪৭ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দর ৩ সপ্তাহের সর্বনিম্নে, দাম কমলো বাংলাদেশেও

ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দর আরও কমেছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের সম্ভাবনার আভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) সোনার দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দিনের শুরুতে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৯২৪ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে, যা ৬ অক্টোবরের পর সর্বনিম্ন। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার ২ শতাংশ কমে ৩ হাজার ৯৪০ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।

গত সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। তবে একদিন পর থেকেই দাম হ্রাস পেতে শুরু করেছে। গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সোনার দাম ৮ শতাংশের বেশি কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসা এবং শেয়ার ও বন্ডবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণে আগ্রহ বাড়ায়, নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি আগ্রহ কমেছে।

এছাড়াও, রূপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দরেও পতন হয়েছে। মঙ্গলবার রূপার দাম প্রতি আউন্স ০ দশমিক ৯ শতাংশ কমে ৪৬ দশমিক ৪৭ ডলারে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ জাচার ৫৬৫ দশমিক ২০ ডলারে, এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৮ দশমিক ৪৮ ডলারে নেমেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৭ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে। এই দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!