• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দাম বাড়ার আসল কারণ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩০, ২০২৫, ০৭:০০ পিএম
স্বর্ণের দাম বাড়ার আসল কারণ

ফাইল ছবি

ডলারের দুর্বলতার প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্য অস্থিরতার কারণে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ড ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ০০৪.৭৫ ডলারে পৌঁছেছে।

একই সময়ে, ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ০১৮.৩০ ডলারে অবস্থান নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর হ্রাস স্বর্ণের জন্য কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘমেয়াদে মূল্যবৃদ্ধির প্রবণতা বজায় থাকবে বলে তারা আশা করছেন।

এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ‘ট্রাম্প-শি জিনপিং বৈঠকের ফলাফল এবং ফেডের এই বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমানোর সিদ্ধান্ত স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের হজমের পাশাপাশি দাম বাড়াতে সাহায্য করছে।’

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার ২৫ বেসিস পয়েন্ট হার কমানোর ঘোষণা দিয়েছে, যার ফলে বেঞ্চমার্ক রাতারাতি সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ দশমিক ০০ শতাংশে দাঁড়িয়েছে।

লুকমান ওতুনুগা আরও বলেন, ‘মুদ্রানীতি ও বাজারে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার মধ্যে ব্যবসায়ীরা ডিসেম্বরের মধ্যে সুদের হ্রাসের ৭০ শতাংশ সম্ভাবনা বিবেচনা করছেন, যদিও ফেড চেয়ারম্যান পাওয়েল অতিরিক্ত হ্রাসের প্রত্যাশা কমানোর চেষ্টা করছেন।’

এসএইচ

Wordbridge School
Link copied!