• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষার্থীদের এবারের পাঠ্যবই সংরক্ষণের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২০, ১১:৫৭ এএম
শিক্ষার্থীদের এবারের পাঠ্যবই সংরক্ষণের নির্দেশ

ঢাকা: সাধারণত বার্ষিক পরীক্ষার পর শিক্ষার্থীরা তাদের সদ্য শেষ করা ক্লাসের বইগুলো ছোটভাইবোন, আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীদের দিয়ে দেয়। আবার কেউ কেউ কেজি দরে বিক্রি করে দেয়। কিন্তু  এবার তা করা যাবে না।  চলতি বছরের পাঠ্যবই নষ্ট না করে শিক্ষার্থীদের কাছেই সংরক্ষণ করে রাখতে হবে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।  

আরও পড়ুন: এইচএসসির ফলাফল নিয়ে সুখবর

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ আগামী ২০২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে কিছু কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। উক্ত কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির পাঠ্যপুস্তক (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত ২০২০ সালের পাঠ্যপুস্তক) প্রয়োজন হতে পারে। এ কারণে সকল শিক্ষার্থী যেন তাদের বর্তমান শ্রেণির পাঠ্যপুস্তকসমূহ নিজেদের কাছে সংরক্ষণ করে এ ব্যাপারে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা প্রয়োজন।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সুখবর

সরকার কর্তৃক বিনামূল্যে দেয়া পাঠ্যবইগুলো সংরক্ষণের বিষয়টি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিশ্চিত করতে হবে। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!