• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাবিতে সকল ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ


রাবি প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২০, ০৫:৫৫ পিএম
রাবিতে সকল ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ

ফাইল ছবি

রাবি : পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল ধরণের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পাঠানো মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়। 

সোমবার (১৪ ডিসেম্বর) চিঠির বিষয়টি নিলীমা আফরোজ নিজেই নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম স্থগিতকরণ ) উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রশাসনিক কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজের একাংশ ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলন করে বর্তমান প্রশাসনের দুর্নীতি নিয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাবিতে সব ধরনের নিয়োগ বন্ধ রাখার আহ্বান জানায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!