• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ কলেজের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঢাবির


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২১, ০৭:২১ পিএম
৭ কলেজের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঢাবির

ঢাকা: ঢাকা বিশ্বিবিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সময় কমানো হয়েছে। করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই চূড়ান্ত করা হয়েছে।

আরো পড়ুন : শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের ভাবনার কথা জানালেন সচিব

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতোমধ্যে যাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, তাদের ক্ষেত্রেও এটি (২ ঘণ্টায় পরীক্ষা) বহাল থাকবে।’

গত ১০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের এক সভায় করোনা পরিস্থিতে সাত কলেজের শিক্ষার্থীদের সেশনজট নিরসনে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ এই সিদ্ধান্তই চূড়ান্ত করা হলো।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!