• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, বললেন শিক্ষামন্ত্রী 


নিউজ ডেস্ক আগস্ট ২৪, ২০২১, ০৭:৫০ পিএম
খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, বললেন শিক্ষামন্ত্রী 

ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, খুব শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সংক্রমণের হার আরেকটু নিচে নামার দিকে তাকিয়ে আছেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি'। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশুনায় পিছিয়ে না যায়, এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।'

সংক্রমণের হার ক্রমেই নিচে নামছে আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, 'সংক্রমণ যেভাবে নেমে আসছে। এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব'।

'স্মরণে শ্রদ্ধায় ৭৫' শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুজহাত চৌধুরী।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে দীপু মনি বলেন, 'তবে ধাপে ধাপে খুলব। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ'। সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়ত ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রায় দেড় বছর ধরে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেই রয়েছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!