• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০২২ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ছুটি ৮৫ দিন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২২, ১১:৩১ এএম
২০২২ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ছুটি ৮৫ দিন

ঢাকা : ২০২২ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি (একাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী এ বছর প্রাথমিকে ছুটি থাকছে ৮৫ দিন।

সোমবার (৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এ তালিকা প্রকাশ করে। শিক্ষাপঞ্জিতে ক্লাস-পরীক্ষা ও ফল প্রকাশের তারিখও উল্লেখ করা হয়েছে।

এতে দেখা গেছে, বিভিন্ন পর্বে ৮২ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনসহ মোট ৮৫ দিন ছুটি রাখা হয়েছে। এসব ছুটি শুক্রবার ছাড়া অন্যান্য দিনের জন্য প্রযোজ্য হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদনক্রমে ভোগ করা যাবে।

একাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। প্রথম কর্মদিবস অর্থাৎ ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস হিসেবে উদযাপিত হবে। বড় ছুটি হিসেবে চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, পবিত্র রমজান, মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরে মোট ৩৫ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া বৌদ্ধ পূর্ণিমা ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনে ছুটি রাখা হয়েছে আটদিন।

নতুন শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমায় নয়দিন, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় আটদিন এবং বড়দিন ও শীতকালীন অবকাশের জন্য ছয়দিন ছুটি রাখা হয়েছে।

ক্যালেন্ডারে আরো উল্লেখ করা হয়েছে, সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া বছরে মোট ছুটি ৮৫ দিন। সরকার যেসব দিনকে সাধারণ ছুটি (পাবলিক হলিডে) এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি বলে ঘোষণা করবে, সে দিনগুলোই এই ৮৫ দিনের অন্তর্ভুক্ত হবে।

নতুন শিক্ষাপঞ্জিতে প্রাথমিকে ছুটির তালিকা দেখুন...

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!