• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আরিয়ান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:৪৫ পিএম
প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আরিয়ান

দ্বীন ইসলাম আরিয়ান

ঢাকা : ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দ্বীন ইসলাম আরিয়ান।

বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে আরিয়ান বড়। তার ছোট ভাইয়ের নাম মাহফুজ ইসলাম আরিফিন। সে ভিটিপাড়া ইসলামিয়া ইবরাহিমিয়া মাদ্রাসার প্রথম শ্রেণী ছাত্র।  

বাবা মো. তাজুল ইসলাম। তিনি পেশায় একজন সাংবাদিক। মা দিলরুবা আক্তার আঁখি। তিনি একজন গৃহিণী।

আরিয়ান যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে পারে তাই সকলের কাছে দোয়া কামনা করছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে সারা দেশের ৮২ হাজার ৩৮৩ শিক্ষাথী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৩৮৩ জন।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এ ছাড়া উভয় গ্রেডের শিক্ষাথী বই কেনার জন্য এককালীন ২২৫ টাকা পাবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!