• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্ত হলেন ৬৮ জন শিক্ষক-কর্মচারী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৩, ০৩:৩৪ পিএম
এমপিওভুক্ত হলেন ৬৮ জন শিক্ষক-কর্মচারী

কারিগরি শিক্ষা অধিদপ্তর

ঢাকা: নতুন করে বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বেশ কিছু শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৩৩ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ২২ জন এবং কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও গেল সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে।

নতুন করে এমপিওভুক্ত হওয়ার তালিকায় প্রতিষ্ঠান প্রধানরাও রয়েছেন। এছাড়া আগের নিয়োগ পাওয়া কিছু শিক্ষকও আছেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া কোনো শিক্ষক এ তালিকায় নেই। এমপিও অনুমোদন কমিটির ২৮তম সভার সিদ্ধান্তে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এমপিও অনুমোদন কমিটির সভায়, ২০২০ সালে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা, নিয়োগের শর্তপূরণ  এবং সনদ সঠিক থাকায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

ওয়াইএ

Wordbridge School
Link copied!