• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে ক্যাম্পাস ছাড়ছেন বেরোবি শিক্ষার্থীরা


রংপুর প্রতিনিধি জুলাই ১৭, ২০২৪, ১১:১৬ এএম
রংপুরে ক্যাম্পাস ছাড়ছেন বেরোবি শিক্ষার্থীরা

ফাইল ছবি

রংপুর: বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আজ বুধবার ১৭ জুলাই) সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। 

গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।এরপর রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী।

তিনি জানান, ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। শিক্ষার্থীরা আহত সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসআই

Wordbridge School
Link copied!