• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিতুমীর কলেজকে অধিভুক্ত বাতিলের ২৪ ঘন্টার আল্টিমেটাম 


তিতুমীর ক্যাম্পাস প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২৫, ০২:৪৪ পিএম
তিতুমীর কলেজকে অধিভুক্ত বাতিলের ২৪ ঘন্টার আল্টিমেটাম 

ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাবির আগ্রাসন ও প্রো-ভিসি বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পালন করেছে রাজধানী সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় ক্যাম্পাসের প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে টিবি গেট হয়ে ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনে সামনে এসে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষ করেন। 

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ‘ইডেন কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘সাত কলেজে ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ প্রো-ভিসির পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ, ঢাবির বাণিজ্য, চলবে না চলবে না, ‘প্রো-ভিসির দুই-গালে, জুতা মারো তালে তালে,’  ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

সাধারণ শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে ২৪ ঘণ্টার মধ্যে অধিভুক্ত ভাতিল করার জন্য আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় কমপ্লিট শাটডাউনের পাশাপাশি তিতুমীর টু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে প্রধান সমন্বয় সুজন মিয়া বলেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজকে মুখোমুখি দাঁড় করিয়ে উস্কানি দিয়েছে, তাদের বিচার করতে হবে। তিনি দায়িত্বশীল জায়গায় থেকে যে আচরণ করেছেন, তা কাম্য নয়। আমরা তার পদত্যাগ চাই।

তিনি আরও বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সব সময় ন্যায্য আন্দোলনের সঙ্গে আছে এবং আমাদের আন্দোলন থেকে কেউ যেন ফায়দা নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।’ 

উল্লেখ্য, সাত কলেজের ৫ দফা ঢাবির নিয়ে ঢাবির প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন এবং শিক্ষার্থীদের রুম থেকে বের করে দেন। এর পরিপ্রেক্ষিতে সাত কলেজের শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করার ঘোষণা দেন। এরপর গতকাল রাত ১১টায় ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসআই

Wordbridge School
Link copied!