• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:০৪ এএম
হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা: কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেন। সেইসঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশনা দেয় কুয়েট প্রশাসন।

শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে বাড়ি চলে যাচ্ছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছে, বাকিরাও হয়তো নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করবেন। 

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

এ অবস্থার মধ্যে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম (জরুরি) সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কারণে আজ বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা প্রশাসনের সিদ্ধান্ত না মেনে হলে অবস্থান করার ঘোষণা দেন।

এসআই

Wordbridge School
Link copied!