• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ


সাইফুল ইসলাম, চট্টগ্রাম  সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৩১ পিএম
চাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার ছিল শেষ দিন, তবে সময় একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়েছে। একই সাথে  আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিও হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন জানায়, বেলা সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তি বা অভিযোগ থাকলে সেটিও আজ জানাতে হবে। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ইতিমধ্যে মঙ্গলবার নয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে চারজন চাকসু ও পাঁচজন হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনের হাতে ডোপ টেস্টের ফলও পৌঁছেছে। সব কিছু যাচাই–বাছাই করে বৃহস্পতিবারই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন তিন দিন পিছিয়ে আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নির্বাচনে অংশ প্রার্থীরা। তবে ইসলামী ছাত্রশিবির রাকসুর পর পর চাকসু নির্বাচন পেছানোয় সন্দেহ প্রকাশ করেছে। ছাত্রদল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

চাকসুর তাফসিল অনুযায়ী নির্বাচনে ২৮টি, হল সংসদের ১৬টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসআই

Wordbridge School
Link copied!