এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্দোলনের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি জানিয়েছে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে এই হার ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হাতে তুলে দেন।
এই ঘোষণার পর শিক্ষক নেতারা সিদ্ধান্তকে ‘দীর্ঘদিনের দাবির আংশিক পূরণ’ হিসেবে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানিয়েছেন, শ্রেণিকক্ষে দ্রুত ফেরার পাশাপাশি শনিবারও ক্লাস নিয়ে শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণের উদ্যোগ নেবেন।
কার কত বাড়বে
নতুন সিদ্ধান্ত অনুযায়ী,
১. অধ্যক্ষ (গ্রেড ৪) : বেতন ৫০,০০০ টাকায় বাড়িভাড়া হবে ৩,৭৫০ টাকা
২.উপাধ্যক্ষ (গ্রেড ৫) : বেতন ৪৩,০০০ টাকায় বাড়িভাড়া ৩,২২৫ টাকা
৩. সহকারী অধ্যাপক (গ্রেড ৬) : বেতন ৩৫,৫০০ টাকায় বাড়িভাড়া ২,৬৬২.৫০ টাকা
৪. প্রধান শিক্ষক (গ্রেড ৭) : বেতন ২৯,০০০ টাকায় বাড়িভাড়া ২,১৭৫ টাকা
৫. প্রভাষক বা সহকারী প্রধান শিক্ষক (গ্রেড ৮) : বেতন ২৩,০০০ টাকায় বাড়িভাড়া ১,৭২৫ টাকা
৬. জ্যেষ্ঠ শিক্ষক (গ্রেড ৯): বেতন ২২,০০০ টাকা, তাদের ক্ষেত্রে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০) বাড়ি হবে হবে।
৭. সহকারী শিক্ষক (গ্রেড ১০–১১) : বেতন ১২,৫০০–১৬,০০০ টাকায় বাড়িভাড়া সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত
এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নীতিতে বাড়িভাড়া নির্ধারিত হয়েছে। যেমন—
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬) : বেতন ৯,৩০০ টাকায় বাড়িভাড়া ৬৯৭.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০)
পিয়ন, আয়া, ঝাড়ুদার (গ্রেড ২০) : বেতন ৮,২৫০ টাকায় বাড়িভাড়া ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দেশের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
এম







































