• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুকে অনুপযুক্ত পোস্টে শাস্তির হুঁশিয়ারি মাউশির


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০২৫, ০৯:০৫ পিএম
শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুকে অনুপযুক্ত পোস্টে শাস্তির হুঁশিয়ারি মাউশির

ফাইল ছবি

ঢাকা: সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে-বিশেষ করে ফেসবুক ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেনের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) ও ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ কার্যকর রয়েছে। এসব নীতিমালা ও অধ্যাদেশ অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপযুক্ত পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

দেশের সব সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে, যাতে তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা নিশ্চিত করেন।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ কঠোরভাবে মেনে চলতে হবে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!